শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক
শ্যামনগর প্রতিনিধি// সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার বেলা ১১টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।আটককৃত ছিনতাইকারীরা হলেন,শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।
র্যাব-৬ সাতক্ষীরার সংবাদ সম্মেলনে জানানো হয়,গতকাল শুক্রবার দুপুরে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে চড়, কিল ও ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।
তিনি আরো বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় র্যাবের একটি টহল দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.