খুলনার পাইকগাছায় ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেনের বাড়িতে পানির লাইন সংযোগ দেয়ার সময় দ্বিতল ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি রবিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে। মৃত্যু ব্যক্তির বড় ভাই আলমগীর হোসেন জানান, আমার ভাই সবুজ সরদার (৩২) নির্মাণ শ্রমিকের কাজ করে। সে সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে পৌর সদরে আসে।
এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর বাড়ির দ্বিতল ভবনের পানির লাইনের সংযোগ কাজ করছিলো। হঠাৎ ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সে হাসপাতালে পৌছানোর আগেই তার মুত্যু হয়। খবর পেয়ে এএসপি ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও ওসি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.