Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগনেতার মনোনয়ন পত্র বাতিল

    আলমগীর হোসেন,  লোহাগড়া (নড়াইল)// নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন আলার মনোনয়ন পত্র  বতিল করা হয়েছে।


    গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি আওয়ামিলীগের  বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ বলেন,  স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত ১০০ জন ভোটারের স্বাক্ষরসম্বলিত সমর্থন জমা দিতে হয়। যাচাই করে দেখা গেছে, এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে রয়েছেন।  এ ছাড়া তার নামে মামলা আছে। কিন্তু তা তিনি গোপন করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। তাই তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে বন্ধ পাওয়া যায়। এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান ( আওয়ামিলীগ), উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম( স্বতন্ত্র), সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলি (স্বতন্ত্র), মঈন হাসান কাজল(বাংলাদেশের ওয়াকার্স পার্টি),  মোঃ জিয়াউল ইসলাম জিয়া (ইসলামি আন্দোলন বাংলাদেশ) । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর । আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। এ দিকে নির্বাচনি পরিবেশ না থাকায় বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাড, নেওয়াজ আহম্মেদ ঠাকুর।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad