খুলনার একটি মন্দিরের প্রবেশ পথে ১৮টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
খুলনার খবর// খুলনা নগরীর রূপসা মহাশ্মাশান ও শ্মশান কালি মন্দিরের প্রবেশ পথ থেকে ১৮ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে খুলনা রূপসা মহাশ্মাশান ও শ্মশান কালি মন্দিরের প্রবেশ পথ থেকে উদ্ধার করা হয়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালি মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী টুটপাড়ায় একটি পূজায় অংশ নিয়ে মন্দিরে ফিরছিলেন। পথিমধ্যে সাদা পোষাকে দু‘জন ব্যক্তি নিজেদের র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে মন্দিরের প্রবেশ পথে বোমা রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌছায়ে তল্লাশি চালিয়ে বাজারের একটি ব্যাগে ১৬ টি ও বাইরে ২ টি বোমা সদৃশ্য কৌটা দেখতে পান। এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান। তারা মন্দিরের দর্শনাথীদের প্রবেশ বন্ধ করে দেন। পরে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলো নিস্ক্রিয় করার জন্য নিয়ে যায়।
র্যাব ৬ এর পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মোসতাক আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.