কবিতা- আমিও চেয়েছিলাম
কবিতা- আমিও চেয়েছিলাম
কবিঃ হুসাইন বাদশা
আমিও চেয়েছিলাম;কেউ একজন --
আমার অনন্য পরায়ন হৃদয়ের মধ্যে থাক।
যাহাকে আমি ইচ্ছে মতো ভালোবাসবো।
যাহার সাথে রহস্যলাপে প্রবৃত্ত থাকবো সারাক্ষণ।
যাহাকে আমার অটল নিষ্ঠ সতীপ্রেমের--
শতদলের উপর তার চরণ দুখানি রাখবো।
আত্মহারা কর্মবিস্মৃত ঘনবর্ষার দিনে,
তাহার সাথে বসে-বসে বৃষ্টির ফোটা গুনবো।
আমি তাহাকে সে আমাকে --
কেমন করিয়া ভালোবাসিতে হয়,
তাহা দুজনের হৃদয় আপনি করিয়া বলিয়া দিবে।
শত কষ্টের মাঝেও--
দুজনা-দুজনার দিকে তাকাতেই,
সমস্ত কষ্ট নিঃশেষ হয়ে যাবে নিমেষেই।
যাহার বিশ্বাসপূর্ণ দুটি চোখের প্রেমস্নিগ্ধ দৃষ্টিপাতে,
থাকবে আমার সমস্ত জীবনের আলো।
যাহাকে জীবন সর্বস্ব দিয়ে ভালোবাসলেও--
মিটবে না জীবনের স্বাদ।
যাহাকে ভর্ৎসনা করাতো দূরে থাক,
বিগলিত অনুরাগের সহিত কথা বলার,
ইচ্ছে টুকুও জাগিবে না কোন কাল।
যাহাকে এক মুহূর্তও ভুলে থাকা,
হয়ে দাঁড়াবে মৃত্যুরও সমপরিমাণ,
মৃত্যুরও সমপরিমাণ !
No comments
please do not enter any spam link in the comment box.