চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
খুলনার খবর// চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৩ জন।আজ সোমবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা সেতুর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত-আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান,আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঘোড়ামাড়া সেতুর অদূরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দাঁড়িয়ে থাকা আলমসাধুর যাত্রীসহ মোট পাঁচজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
No comments
please do not enter any spam link in the comment box.