বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার পূজা মন্ডপ পরিদর্শন
মেঃ ইমরান,বটিয়াঘাটা,প্রতিনিধি// বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন গতকাল বুধবার মহাঅষ্টমীতে জলমা ইউনিয়নের ঢক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের মোড়, চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বর মন্দির সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, মল্লিকের মোড় সার্বজনীন দূর্গ পূজার সভাপতি গৌর পদ মল্লিক, কোষাধ্যক্ষ ডাঃ সবুজ সরকার,বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক হীরা, নিখিল মল্লিক, বিধান হালদার,সুবীর মল্লিক মনোজ মল্লিক,প্রদীপ টিকাদার,রথিন মল্লিক, মিহির মল্লিক,সজল মল্লিক, তুফান মল্লিক প্রমূখ ।
মন্দির পরিদর্শকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, আপনারা সরকারের স্বাস্থ্য বিধি পূজা ও অনুষ্ঠান করুন । প্রশাসন আপনাদের পাশে সার্বক্ষণিক আছে ।
No comments
please do not enter any spam link in the comment box.