Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন বিশৃঙ্খলা মোকাবেলায় যেন ঐক্যবদ্ধ থাকতে পারি -উপমন্ত্রী হাবিবুন নাহার

    সাব্বির হাসান আকাশ,মংলা প্রতিনিধি// দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন বিশৃঙ্খলা মোকাবেলায় যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধতা অত্যাচার-অনাচার থেকে আমাদের রক্ষা করতে পারে। আওয়ামীলীগ সরকারে থাকলে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। মোংলা-রামপালে  সব সময়ে আমাদের প্রচেষ্টা ছিলো শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। ১৩ অক্টোবর বুধবার দুপুরে মোংলার শেলাবুনিয়ায় বটতলা কেন্দ্রীয় মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

    গতকাল বুধবার দুপুর ১টায় পূজা মন্ডপে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পান্না লাল দে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, বটতলা পূজা মন্ডপ কমিটির সভাপতি মনিমোহন অধিকারী প্রমূখ। এর আগে বুধবার সকালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি'র ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ডের দুর্যোগ মোকাবেলার মহড়া দেখেন। অন্যদিকে জানা যায় বুধবার দিনব্যাপী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad