বিজয় দশমীতে বাংলাদেশ ভারত দুই দেশের মিলন মেলা অনুষ্ঠিত
পরিতোষ কুমার বৈদ্য, মুন্সীগঞ্জ প্রতিনিধি// শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীতে বাংলাদেশ ভারত দুই দেশের মিলন মেলা অনুষ্ঠিত হত দেবহাটার টাকি নামক স্থানে। ভারতের বিএসএফ এর অনুমতি না থাকায় বেশ কয়েক বছর সেটি বন্ধ আছে। নতুন সেই মিলন মেলা শুরু হয়েছে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপাটুয়া নদীতে।
এখানে বিভিন্ন এলাকা থেকে ট্রলারে প্রতিমা নিয়ে এসে মিলন মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলার সজ্জিত করে শারদীয় ভক্তরা ইমেইলের মেলায় অংশগ্রহণ করেন।বুড়িগোয়ালিনি ছাড়াও পদ্মাপুকুর, ঝাপা, দূর্গাবাটিসহ বিভিন্ন স্থানে ভক্তদের ঢল নামে।
শুক্রবার বিকাল ২টা থেকে শুরু হলেও রাত দশটা পযর্ন্ত এই আনন্দ চলতে থাকে। বিজয় দশমিতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও পদ্মাপকুরের খোলপাটুয়া নদীর পাড়ে আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের। রাতে শুরু হয় বিভিন্ন রকমারি বাজির প্রদর্শনী।
বিজয় দশমী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ কাজী ওয়াহিদ মুর্শেদ প্রমূখ।
No comments
please do not enter any spam link in the comment box.