লোহাগড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোটরসাইকেল পুড়ে ছাই
মোঃ আলমগীর হোসেন , লোহাগড়া (নড়াইল)// নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে । সোমবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুনে প্রায় দু’লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
জানা গেছে , ২০১৬ সালে অবসরপ্রাপ্ত পুলিশের এসআই মিরাজুল ইসলাম শহরের লক্ষ্মীপাশা এলাকার আল মারকাজুল মসজিদের দক্ষিণ দিকে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করে ভাড়াটিয়াসহ বসবাস করে আসছিলেন । প্রতিদিনের মতো সোমবারও রাতের খাবার খেয়ে তিনিসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে ।
এরপর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়ির গেটে রাখা তার পালসার মোটর সাইকেলে কৌশলে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে । মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক তারে আগুন ধরে ধোঁয়ার কুন্ডলীর সৃষ্টি করে ।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ' এর আগেও দুর্বৃত্তরা তার বাড়ির জানালায় আগুন দিয়েছিল। থানায় অভিযোগ করেও তিনি প্রতিকার পান নাই বলে জানান ।
রাতেই লোহাগড়া থানার এসআই তৌফিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
No comments
please do not enter any spam link in the comment box.