জোনভিত্তিক খুলনাকে "রেড-জোন" বিবেচিত || শিঘ্রই লকডাউনের ঘোষনা আসতে পারে
খুলনার খবর২৪|| দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের দিক বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলা অঞ্চলে বাস্তবায়ন হবে এই লকডাউন পদ্ধতি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের সবকটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় লকডাউন হতে যাচ্ছে সব বিভাগ,জেলা ও উপজেলা।তার মধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এবং আংশিক লকডাউন বলা হচ্ছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে।
আর খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন হিসাবে চিহ্নিত জেলা হচ্ছে ঝিনাইদহ, অর্থাৎ এটি লকডাউনের আওতার বাইরে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, আজ রোববার (৭ জুন) প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব পাঠানো হবে এবং তার সিদ্ধান্তের পরই সারাদেশে তা কর্যকর করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.