ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ভুষিমাল ব্যবসায়ী নিহত || খুলনার খবর
খুলনার খবর|| ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ইসরাইল হোসেন (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।গতকাল শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,গতকাল শনিবার দুপুর ১১ টার দিকে একটি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ইসরাইল হোসেন কোন দিকে না তাকিয়ে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।দ্রুতগতিতে আসা ট্রাকটি ইসরাইলকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় ইসরাইল হোসেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
No comments
please do not enter any spam link in the comment box.