Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে বেড়েছে মৎস্য ঘের থেকে মাছ চুরির প্রকোপ- খুলনার খবর

    প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগরে বেড়েছে মৎস্য ঘের চোরের প্রকোপ। ফলে ঘের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

    এ নিয়ে আজ বুধবার দুপুরে অভয়নগরের ধোপাদী গ্রামের উলরবটতলা বিল সংলগ্ন সড়কে মৎস্য ঘের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। 

    ব্যানারে চোর চক্রের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন,  ধোপাদী গ্রামের মিজানুর মোল্যার ছেলে আরজ মোল্যা ও ফিরোজ মোল্যা, একই গ্রামের হামিদ সরদারের ছেলে ওলিয়ার সরদার, মিজানুর মোল্যা ও সুমন মোল্যা।

    এই মানববন্ধনে বক্তব্য রাখেন, মৎস্য ঘের ব্যবসায়ী মো. আজিজুর রহমান, কুদ্দুস শেখ, আকরামুজ্জামান, ইকরাম ফকির ও আরও অনেকে। 

    বক্তব্যে বলা হয়, গত ৫ বছর ধরে গ্রামের একটি চিহ্নিত চোর চক্র রাতের আধারে ঐ এলাকার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, কারেনিনা জাল ও ফাঁদ পেতে মাছ চুরি করে আসছে।। 

     এবং এরা এসব ঘেরের ঘর থেকে মাছের খাবার, মেশিনের তেল চুরি করে।এই চিহ্নিত চোর চক্রদের কিছু বলতে গেলে তারা ঘের মালিকদের বিভিন্ন ভাবে হুমকি দেয়।এসব ঘের মালিকরা এদের অত্যাচারে অতিস্ট হয়ে পড়েছে। 

    তাই প্রশাসন ও উর্ধতন মহলের নিকট  এই এলাকার মৎস্য ঘের মালিকদের দাবী অচিরেই এই চিহ্নিত চোর চক্রের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হয় তানাহলে এই আন্দোলন আরও জোরদার করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad