মাগুরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত।।খুলনার খবর২৪।।
খুলনার খবর২৪।।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন গতকাল মাগুরায় পালিত হয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরায় শহরের নোমানী ময়দানে শহীদ বেদিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণীর নের্তৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে রাত ১২টা ১মিনিটে কাউন্টডাউন শেষে জাতির জনকের জন্য দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা শহরবাসি। জেলা প্রশাসকের আয়োজনে স্বল্প পরিসরের অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিআজক ও স্কুল-কলেজের প্রতিনিধিরা অংশ নেন।
No comments
please do not enter any spam link in the comment box.