খুলনা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে সে প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি প্রশমনে ভার্চুয়াল কাস চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনাও অনুসরণ করা হবে।
তবে ভার্চুয়াল ক্লাস চালুর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে সুবিধা-অসুবিধা নির্ধারন করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানে ২টি কমিটি গঠন করে গতকাল (৩জুন) বুধবার পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।এতে একাডেমিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ডিনবৃন্দের সমন্বয়ে একটি ডিনস কমিটি ও কারিগরি বিষয়ে সুপারিশ প্রদানে একটি টেকনিক্যাল কমিটিকে এ বিষয়ে কাজ করে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে ভার্চুয়াল ক্লাসে সংযুক্তির ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত যে সকল শিক্ষার্থীদের বাড়িতে বিশেষ করে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা নেই সে সকল শিক্ষার্থীদের তথ্য আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে সংগ্রহের জন্য ডিসিপ্লিন প্রধানদের প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে গত ৩১ মে থেকে চালু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে থার্মাল স্ক্যানার চালু করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.