খুলনা জেলায় এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| যশোর বোর্ডের মধ্যে গত বছরের এসএসসির ফলাফলে সবচেয়ে ভালো করেছিল খুলনা জেলার স্কুলগুলো।কিন্তু এ বছর দ্বিতীয় স্থানে চলে গেছে খুলনা। আর জেলার মধ্যে ছেলেদের চেয়ে ভালো করেছে মেয়েরা।
এ বছর যশোর বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ হলেও বোর্ডের অধীন খুলনা জেলায় পাসের হার ৯২ দশমিক ৬৬। গতবছর খুলনা জেলায় পাসের হার ছিল ৯৪ দশমিক ৩৪ শতাংশ। গতবছর দ্বিতীয় স্থানে থাকলেও এবার খুলনাকে পেছনে ফেলে পাসের হারে শীর্ষে উঠে গেছে সাতক্ষীরা জেলা। ওই জেলায় পাসের হার ৯৪.০৩ শতাংশ।
যশোর বোর্ড সূত্রে জানা গেছে, গতবছরের চেয়ে বোর্ডে পাসের হার কমেছে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই আলাদাভাবে পাসের হার কমেছে। এদিকে গতবারের জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই গতবারের চেয়ে জিপিএ ৫ পাওয়ার হার বেড়েছে। এবার বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন জিপিএ ৫ পেয়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে আর কেউই পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।
এ বছর খুলনা জেলার ৫৬টি কেন্দ্রে ৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৫৪৮ জন। গতবারের চেয়ে এবার ২ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী কম অংশগ্রহণ করেছে। এ বছর জেলায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। পাসের হারেও এগিয়ে মেয়েরা। খুলনা থেকে ১১ হাজার ১৭৬ জন ছেলে এবং ১১ হাজার ৩৭২ জন মেয়ে পাস করেছে। জেলা থেকে ৯৩.০৯ শতাংশ মেয়ে এবং ৯২.২১ শতাংশ ছেলে পাস করেছে।যা গত তিনবছরও এই জেলা থেকে বেশি সংখ্যক মেয়ে পাস করছে।সব মিলিয়ে এবছর মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশী।
No comments
please do not enter any spam link in the comment box.