মেহেরপুরে করোনা সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ || খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
গত শনিবার ভোর থেকেই এ সংগঠন এর সদস্যবৃন্দ আলপনা অংকন শুরু করেছেন।আলপনায় তুলে ধরা হয়েছে সে সব সচেতনতামূলক বার্তা। সেই সঙ্গে আঁকা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরা পড়া করোনাভাইরাসের চিত্রের ইলাস্ট্রেশন।শহরের বিভিন্ন বাজার, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধের নির্দেশ থাকলেও সেভাবে কেউ তা মেনে চলেনি। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে শত মানুষ।
সম্প্রতি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ায় সড়কে মানুষের চাপ আরও বাড়ছে। বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক।এই অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে চিত্রাঙ্কন ও সচেতনতামূলক নানা বার্তা লেখার কাজ শুরু করেছে "হৃদয় কানন" সংগঠনটি।
সংগঠনটি উপদেষ্টা আদিব হোসেন আসিফ, সংগঠন এর সভাপতি সাজিদ রহমান সহসভাপতি নাফিস ফুয়াদসহ আরো অনেক সদস্যরা নিরাপদ দূরত্ব মেনে গতকাল শনিবার ভোরবেলা থেকেই এ কার্যক্রম শুরু করেছেন। এতে সড়কে চলা মানুষ অনেকটাই সচেতন হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজনেরা।
No comments
please do not enter any spam link in the comment box.