খুলনায় ৭১" টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলা ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনা ওয়াসার পানি সরবরাহ নিয়ে সংবাদ সংগ্রহকালে ৭১" টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও ক্যামেরাপার্সন আরিফুর রহমান সোহেলকে লাঞ্ছিত করেছে ওয়াসা প্রকল্পের দুই চায়না কর্মকর্তা ও ঠিকাদারের লোকজন।
গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক পান্নুকে লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের খবর পেয়ে কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের দু’প্রান্তে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলীসহ আরো অনেকে।
এ বিষয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণের সময় কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের প্রকৌশলী হঠাৎ করেই আমাকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তখন আমি ওই কর্মকর্তাদের নিজেকে বার বার সাংবাদিক বলে পরিচয় দিলেও তারা থামেননি। তিনি বলেন, এক পর্যায়ে একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তার ক্যামেরা ভেঙে ফেলা হয়।পরে ট্রাফিক পরিদর্শক বাশার এসে ওয়াসার পক্ষ নিয়ে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন।এরই মধ্যে খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।
পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। সিটি মেয়র এ সময় দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুলিশ কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন। সাংবাদিক রকিব উদ্দিন পান্নু খালিশপুর থানায় লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.