সারা দেশের ১৮ হাজার ১৪৭ প্রাথমিক সহকারী শিক্ষকের পদায়ন হতে যাচ্ছে ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সারা দেশের ১৮ হাজার ১৪৭ প্রাথমিক সহকারী শিক্ষকের পদায়ন খুব শিগগির হতে যাচ্ছে।প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষকের পদায়নের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত এসব প্রার্থীদের নিয়োগ ও পদায়ন বিষয়ে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। যাদের নিয়োগ কার্যক্রম শিগগিরই সম্পন্ন করা হবে।
এই নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নিয়োগ ও পদায়ন নির্দেশিকা প্রস্তুত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই তা মাঠ পর্যায়ে প্রেরণ করা হবে। নব নিয়োগকৃত শিক্ষকগণকে পদায়নের জন্য উপজেলা ভিত্তিক শূন্য পদসমূহ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
উপজেলাভিত্তিক শূন্যপদ সংরক্ষণ করে সর্বশেষ শিক্ষক নিয়োগ বদলি নির্দেশিকা অনুযায়ী বদলি কার্যক্রম চালু রাখা যেতে পারে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.