নাভিদ ও বর্নার শুভ বিবাহ সম্পন্ন,শুভেচ্ছা ও অভিনন্দন
খুলনার খবর// বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।দৈনিক খুলনার খবরের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজার ভাগ্নের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
দৈনিক খুলনার খবরের পক্ষ থেকে নব দম্পতি নাভিদ ও বর্নাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।
No comments
please do not enter any spam link in the comment box.