বটিয়াঘাটায় আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান
ইমরান হোসেন,বটিয়াঘাটা // বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের পুটিমারী বাজারে পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।জানাগেছে,আজ সোমবার সকাল ৭ টার সময় মোঃ আব্দুল হকিম শেখের চা ও মুদির দোকানে প্রথমে আগুন লাগে।ধারনা করা হয় বিদ্যুৎ এর সর্ট সার্কিটের ফলে দোকানের মধ্যে আগুনের উৎপত্তি হয়।পরবর্তীতে আগুন ছাড়িয়ে পরলে পার্শ্ববর্তী আরো চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়।বাজারের মসজিদের মুয়াজ্জিন হঠাত আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে আগুনের বিষয়টি এলাকার লোকজনদের জানালে এলাকাবাসি এসে আগুন নেভায় এবং খুলনা সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে।ফলে আগুনের হাত থেকে রক্ষা পায় বাকি দোকান গুলো।
ক্ষতিগ্রস্তরা হলো ১। হরিচান মন্ডল পিতা - গুরুপদ মন্ডল। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।২।মোঃআবুল হাওলাদর পিতা - আকুব্বর হাং ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা।৩।হকিম শেখ পিতা মৃত শের আলী শেখ। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।৪।অংশ পতি রায় পিতা - হরিবর রায়।ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ টাকা।৫।পঞ্চা রায় পিতা - শুখ রায়। ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষ টাকা। সর্ব সং পুটিমারী, থানা - লবনচরা জেলা খুলনা।
আগুনের কারনে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।তবে দোকানদারদের মতে প্রায় লক্ষাধিক টাকার মত হবে।
No comments
please do not enter any spam link in the comment box.