Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় বিএনপির নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক



    এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) // সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনায় দলটির নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) প্রায় ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। 


    শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নজরুল ইসলাম মঞ্জুকে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


    মঞ্জুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে শনিবার খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মো. মাহবুব কায়সার এবং খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠুসহ প্রায় ২০ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন।


    পদত্যাগ করা অন্য নেতাকর্মীরা হলেন—খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম কে এ তরিকুল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহিদ কামাল টিটো, সদস্য মো. সামসুল আলম খান, মো. তারিকুল আলম, সাহেব আলী, মো. নজরুল ইসলাম নান্না, মো. রফিক, মো. খোকন গাজী, মো. ফজলুর রহমান, জাহাঙ্গীর মল্লিক, মো. বেল্লাল তালুকদার, এস এম শাহাবুদ্দিন, মো. আবুল বাশার, কবির আহমদ এবং স্বেচ্ছাসেবক ফোরাম নগর শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সারুজ্জামান মুকুল।


    পদত্যাগের বিষয়ে মো. মাহবুব কায়সার বলেন, ‘খুলনা বিএনপির সর্বোচ্চ ত্যাগী ও পরীক্ষিত নেতা নজরুল ইসলাম মঞ্জুকে অসম্মান করা হয়েছে। এছাড়া, দেশব্যাপী বিএনপির কমিটি গঠনের হাল-হকিকত দেখে আমি দলের প্রতি আস্থা রাখতে পারছি না। এ কারণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।


    ’এসএম আরিফুর রহমান মিঠু বলেন, ‘বিএনপির কতিপয় নীতিনির্ধারক খুলনা মহানগর কমিটির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করায় এর প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগপত্র দলের মহাসচিব বরাবর পাঠিয়েছি।’


    প্রসঙ্গত, সম্প্রতি খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন বিষয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মঞ্জু। তিনি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি পুনরায় মুল্যায়নের দাবি জানান। এ কারণে তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad