বটিয়াঘাটা হাটবাটি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার
সরেজমিনে গিয়ে জানা যায়,আজ রবিবার হাটবাটি গ্রামে প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে আসে তার শালী পুতুল রানী। রাতে তারা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী স্থানীয় বিজয় গাইন বলেন, রাত তখন আনুঃ তিনটা বাজে,তখন প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রি একটি ঘেরের মধ্য দিয়ে দৌড়ে এসে আমার বাড়িতে আসে। এসেই তারা আত্মচিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও বলে। তখন আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি প্রকাশ ও তার স্ত্রীর আমার উঠানে দাঁড়ানো। তাদের সারা শরীরের রক্তে ভিজে যাচ্ছে। তাদের দুজনের মাথায় হাতে বিভিন্ন স্থানে রক্ত লাগানো। তখন আমি কারণ জানতে চাইলে প্রকাশ বলে, আমাদের বাড়িতে কারা এসে আমাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার শালিকেও ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে। তাকেও অস্ত্র দিয়ে কুপাচ্ছে।
পরে স্থানীয়রা প্রকাশ ও তার স্ত্রীকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থা দেখে খুলনা মেডিল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন তাদের।
রক্তাক্ত জখম আহত প্রকাশের নিকট জানতে চাইলে তিনি বলেন,গভীর রাতে কে বা কারা অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারপর তারা অস্ত্র দিয়ে আমাদের তিনজনকে কোপাতে থাকে। একপর্যায়ে আমি ও আমার স্ত্রী দৌড়েপালিয়ে পাশের বাড়িতে আসি। এবং আমার শালি পুতুলকে তারা টেনে-হিঁচড়ে ঘরের ভেতর থেকে বের করে বাগানের ভেতর নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না।
এঘটনায় বটিয়াঘাটা থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে পুতুলের লাশ উদ্ধার করেছে। সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মোঃ রাশেদ হাসান। তিনি বলেন,তদন্ত চলছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
No comments
please do not enter any spam link in the comment box.