ডুমুরিয়ায় "ডুমুরিয়া ফাউন্ডেশন" এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
আজ শনিবার সকাল ১১টায় (২৫শে ডিসেম্বর )অনুষ্ঠানটির আয়োজন করা হয় ডুমুরিয়ার মিকশিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ০৫ আসনের এম পি বাবু নারায়ণ চন্দ্র চন্দ,বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা: বিশ্বাস আখতার হোসেন, প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের সহ যোগী অধ্যাপক মো : মামুন কাদের এর উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম উপ পরিচালক তুলা উন্নয়ন বোর্ড, সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, নব নির্বিচিত ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুজ্জামান, রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম জোয়াদ্দার, কেন্দ্রীয় কমিটির মধ্যে রবিউল ইসলাম বাবু, সমন্বয়ক শীত বস্ত্র বিতরন কমিটি, জি এম আবু মুসা সহ-সাংগঠনিক সম্পাদক, আঃ লতিফ মোড়ল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষায়ক সম্পাদক, হাফেজ ওয়াহিদুজ্জামান সহ-দপ্তর সম্পাদক ও ইউনিয়ন কমিটির মধ্যে আঃ করিম গাজী - আহবায়ক ১ নং ধামালিয়া ইউনিয়ন। আঃ হান্নান গোলদার - আহবায়ক ৩ নং রুদাঘরা ইউনিয়ন। এস এম নূরুল ইসলাম - আহবায়ক ৪ নং খর্ণিয়া ইউনিয়ন। ডাঃ শেখ ময়েজউদ্দিন - আহবায়ক ৭ নং শোভনা ইউনিয়ন। অধ্যাপক মাসুদ আলম গোলদার - আহবায়ক ৮ নং শরাফপুর ইউনিয়ন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আঃ রশিদ মোড়ল এবং সর্ব পর্যায়ে দিকনির্দেশনা প্রদান করেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পি। সকল অতিথিদের বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত দিয়ে গরিব,অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আজ প্রথম দিনেই ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন, শীতবস্ত্র বিতরণ কমিটির সমন্বয়ক রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক ইয়াছিন মোল্লা, আজিজুর রহমান,রাব্বানী বিশ্বাস,দীপু কুন্ডু সহ আরো অনেকে।
No comments
please do not enter any spam link in the comment box.