Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চুকনগর মালতিয়া গ্রামের সামাজিক শক্তি কমিটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ

     

    সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি// ডুমুরিয়ার মালতিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ও অর্থায়নে হতদরিদ্রদের শীতবস্ত্র ও ছেলেমেয়েদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে । গতকাল (২৯শে ডিসেম্বর) বুধবার বিকেল ৫ টার মালতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবন্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালতিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন মোড়ল ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচ নাম্বার আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন । উপস্থিত ছিলেন তিন নাম্বার মালতিয়া ওয়ার্ডের মেম্বার মাওঃ মতিউর রহমান , পলাশ কুমার দাস , পতিরাম মন্ডল , শিক্ষক সম নাজমুল বারী , ডাঃ আল আমিন , ব্যবসায়ী ফারুক হোসেন , আব্দুস সামাদ গাজী , ফারহানা নাজমিন , পিও জাকির হোসেন কনিকা মন্ডল , মোঃ হান্নান খান প্রমুখ ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad