মাশরাফির হঠাৎ হাসপাতাল পরিদর্শন, ৮ চিকিৎসককে শোকজ
গত শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ঝটিকা সফরে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরপর বিকেলে তাদের শোকজ করা হয় এবং অব্যাহতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক রোগীরা জানান, এমপি মাশরাফি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপালে আকস্মিক পরিদর্শনে এসে রোগীরা ঠিক মতো খাদ্য না পাওয়া, রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিকেল প্যাথলজিস্টদের সময়মত হাসপাতালে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা তার কাছে অভিযোগে জানান, গেল শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়া হয়েছে। এ ছাড়াও চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগী দেখেন না ও সেবা করেন না, বাথরুম অপরিষ্কার থাকে বলে রোগীরা অভিযোগ করেন।এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী বলেন, শনিবার সকাল ৯টার পরে আসায় ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিকেল প্যাথলজিস্টকে শোকজ করা হয়েছে। এ ছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়ায় খাদ্য বিভাগের দায়িত্বে থাকা একজন কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি নড়াইলের চিত্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
No comments
please do not enter any spam link in the comment box.