Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরে খুলনা বিভাগ জাকের পাটির মহা ইসলামী জলসা অনুষ্ঠিত


    মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// দেশের মানুষের কল্যাণে কাজ করবে জাকের পাটি, মোস্তাফা আমীর ফয়সল  মোজাদ্দেদী জাকের পাটির চেয়ারম্যান পীরজাদা মোস্তাফা আমীর ফয়সল মোজাদ্দেদী বলেছেন, ইসলাম একটি পবিত্র ধম,যারা ধমকে তাদের নিজের ব্যাক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারা কখনও প্রকৃত মুসলমান হতে পারে না।এবং তারা ইসলামের অনুসারী নয়।অনেক কষ্টে ইসলাম ধমকে প্রতিষ্ঠা করেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সঃ)।তাঁর পরে ইসলাম ধমকে প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন ওলি আউলিয়া, পীর মাশায়েখ সকল।

    জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আরও বলেন বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে।রক্ষা করতে হবে। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে। ইসলামের মানবিক সৌন্দর্য বিনষ্টকারী ষড়যন্ত্রীদের প্রতিরোধ করতে হবে।

    শুক্রবার বিকালে যশোরের উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খুলনা বিভাগীয় জাকের পার্টির ইসলামী মহা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস- চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল মোজাদ্দেদী।প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, মহাজোট সরকার হঠানোর ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে। তাই রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫ এবং ২০০৬ সালে জাকের পার্টি এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়েছিল, প্রয়োজনে আবার সেভাবে জাকের পার্টি প্রতিরোধ গড়বে ইনশাআল্লাহ। যারা বোমা মেরে,মানুষ হত্যা করে, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশের বদনাম করতে চেয়েছিল। রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল, তাদের আর দ্বিতীয় বার ফিরে আসতে দেয়া যাবে না।মোস্তফা আমীর ফয়সল বলেন, কোটি কোটি জনতার ভালোবাসার দল জাকের পার্টি। আমরা পেশাদার রাজনীতি করি না। চলমান রাজনীতির ধারায়ও বিশ্বাস করি না। সত্য আপন গতিতে বিকশিত হবে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখতে পারে না, চাদকে ঢেকে রাখতে পারে না। তেমনি ষড়যন্ত্রের জাল দিয়ে জাকের পার্টি কে ঢেকে রাখা যাবে না। দেশ ও জনগণের রক্ষায় জাকের পার্টি ছিল। জাকের পার্টি আছে।এবং  জাকের পার্টি ভবিষ্যতেও থাকবে ইনশাহআল্লাহ।জাকের পার্টি চেয়ারম্যান আরো বলেন, জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির উপড় প্রতিষ্ঠিত। ৭৩ বছরের পার্টি জাকের পার্টি। তবে প্রকাশ হয়েছে মাত্র ৩২ বছর আগে। জাকের পার্টির কোনো বিকল্প নেই। বিগত ৩০ বছরে জাকের পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু যারা জাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে উল্টো তারাই ধ্বংস হয়েছে।

    জাকের পার্টি চেয়ারম্যান সরকারকে আশ্বস্ত করে বলেন, যত দিন জনগনের উন্নয়নে কাজ করবেন, ততদিন পাশে আছি। তিনি বলেন, স্বীকার করতেই হবে সরকার দেশের অর্থনীতিকে ধরে রেখেছে।উন্নয়নের গতিধারা সমুজ্জল রেখেছে। যা প্রশংসনীয়। মনে রাখতে হবে শান্তি,সাম্য, ঐক্য ও প্রগতি ধরে রাখতেই হয় মহাজোট, যার সৃষ্টিতে আছে জাকের পার্টি।সমাবেশে জাকের পার্টি চেয়ারম্যান শান্তিকামী সকলকে বিশ্ব ওলীর  মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ইং এর আমন্ত্রণ জানান।বিশেষ অতিথির বক্তৃতায় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গীবাদ বিস্তারের অপচেষ্টা হচ্ছে। কিন্তু তা করতে দেয়া যাবে না। তিনি বলেন, বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ইসলাম প্রচার করেছেন কোন রক্তপাত না করে।

    ড. সায়েম আমীর ফয়সল বলেন, ৩২ বছর আগে রাজনীতির মুলধারায় আমরা আগমন করেছি। আমরা শান্তি ও কল্যাণের রাজনীতি করি। মানুষের টাকা আত্মসাৎ করি না। খুনের রাজনীতিও করি না।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। সভাপতিত্ব করেন যশোর জেলা ও সাংগঠনিক বিভাগের  সভাপতি হাজি মহিদুল ইসলাম,জাকের পাটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি মোঃ আমছার আলী,জাকের পাটি উপ-প্রেস সচিব ও মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজসহ কেন্দ্রীয়, বিভাগীয়,সকল জেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরে দেশ ও জাতীয় কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad