Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা মহানগর বিএনপিকে শক্তিশালী করতে থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

    খুলনার খবর// খুলনা মহানগর বিএনপিকে শক্তিশালী করতে বিএনপির সাংগঠনিক সভা থেকে পাঁচ থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    গতকাল শনিবার রাতে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক নবঘোষিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।এসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মহানগর বিএনপির বিলুপ্ত কমিটি, ওয়ার্ড ও থানা কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মোট ৫২ জন নেতার বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।


    ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে উঠে আসা নেতৃত্বের সমন্বয়ে খুলনা মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের বিজয়ে এই কমিটিই পারবে রাজপথে অতীতের ন্যায় দূর্বার ভূমিকা পালন করতে।


    ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনের পুন:আহবান জানিয়ে এখনও যারা নবঘোষিত কমিটির বিরুদ্ধে নানা তৎপরতা অব্যাহত রেখেছেন তাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহার করার আহবান জানানো হয়। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব লাভ করায় অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করা হয়।


    সভা থেকে জাতীয় প্রেসক্লাব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রখ্যাত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মুত্যৃতে গভীর শোক প্রকাশ করা হয়। 


    সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির নবঘোষিত কমিটির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, জালাল শরীফ, ফখরুল আলম ও কাজী মো: রাশেদ।


    প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।


    সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, রোবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মো: মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান, মোহাম্মদ আলী বাবু, হাবিব বিশ্বাস, বদরুল আনাম খান, আহসানউল্লাহ বুলবুল, শেখ জামালউদ্দিন, ওয়াহিদুর রহমান দীপু, নিঘাত সীমা, শেখ আনসার আলী, আফসারউদ্দিন মাস্টার, আবুল কালাম জিয়া, মোল্লা ফরিদ আহমেদ, মতলেবুর রহমান মিতুল, শাহাবুদ্দিন মন্টু, তসলিমউদ্দিন মাস্টার, নাসির খান, কাজী শাহনেওয়াজ নীরু, এইচ এম আসলাম, মশিউর রহমান খোকন, খান মইনুল হাসান মিঠু, প্রমূখ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad