বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল ডুমুরিয়া থানা পুলিশ
আজ বুধবার (২২ ডিসেম্বর) উদ্ধার হওয়া টাকা এবং ওই সকল মোবাইল ফোনগুলো স্ব-স্ব মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার জনৈক আক্তার বানু নামের এক নারী ভুলক্রমে ডুমুরিয়া থানার জনৈক ব্যক্তির বিকাশ নাম্বারে ১৯ হাজার টাকা ভুলক্রমে সেন্ড করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যেমে লোকেশন ট্রাক করে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় টাকাগুলো উদ্ধার করে আজ টাকার প্রকৃত মালিক ওই নারীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া থানার বিভিন্ন এলকা থেকে একাধিক ব্যাক্তির ব্যাবহৃত মোবাইল ফোন চুরি ও হারিয়ে যায়।
উক্ত মোবাইল ফোন গুলো উদ্ধারের লক্ষ্যে মালিক গণ পৃথক ভাবে থানায় জিডি এন্ট্রি করেন। সে অনুযায়ী মোবাইল ফোনের আইএমই নম্বরে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে প্রাথমিক ভাবে লোকেশন নির্ধারণ করা হয়।এরপর ব্যবহার কারি ব্যাক্তি কে সনাক্ত করে মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার বিভিন্ন সময়ে চুরি/হারিয়ে যাওয়া ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ ফোন গুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুল করে অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.