ভারতকে ১-০তে হারিয়ে বাংলার বাঘিনীদের বিজয়োল্লাস
বাংলাদেশ শুরু থেকে আক্রমনাত্বক ভাবে চাপ দিয়ে ভারতকে কোন ঠাসা করে ফেলেছিলো কিন্তু অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। কাঙ্খিত সেই গোলের দেখা মিললো ম্যাচের ৮০ মিনিটের মাথায়। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম।
বাংলাদেশ শুরু থেকেই পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। বাংলাদেশ ম্যাচের প্রথম সুযোগ আসে ১৬ মিনিটেই। তহুরার নেয়া শট ভারতের গোলরক্ষক গোললাইন সেভ করে।দ্বিতীয় সুযোগে ৭৬ মিনিটে অবশ্য বল গোললাইন ক্রস করে জালেও গিয়েছিল।কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেন।ফলে আরও একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়।
খেলার ২৫ মিনিটে বাংলাদেশের থ্রো ইন থেকে করা আক্রমণ সাইনপোস্টে লেগে ফেরত আসে।তবে ভারত পুরো ম্যাচে সেই রকম আক্রমণ করতে পারেনি।
No comments
please do not enter any spam link in the comment box.