খুলনার পুটিমারি বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনার খবর// খুলনার রূপসা পুটিমারি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেয় ৩৫টি ঘোড়া। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলো ৫ রাউন্ড দেয়। সেই ৫ রাউন্ড থেকে বিচারকরা পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের বাছাই করেন। ঘোড় দৌড়ে প্রথম হয় ‘কালাই’, দ্বিতীয় ‘অগ্নি’ ও তৃতীয় ‘পঙ্খিরাজ’। এছাড়া চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর'।মহান বিজয় দিবস পালন উপলক্ষে রূপসার পুটিমারি বিলে জে কে এস ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৮তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিলকে সাজানো হয় মনোরম পরিবেশে।পুরো বিল জুড়ে ছোট বড় নানা পেশার মানুষ ভিড় জমায় ঘোড়দৌড় দেখতে।পুরো বিল কানায় কানায় পূর্ন হয়ে যায় দর্শনার্থীদের ভিড়ে।
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৪৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ‘কালাই’ নামের ঘোড়া। আর ৩৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে ‘অগ্নি’ ঘোড়া।২৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে ‘পঙ্খিরাজ’ ঘোড়া।২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা।এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১০ হাজার টাকা, ২য় স্থানঅধিকারী ৭ হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৫ হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী ৩ হাজার টাকা। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্তনা পুরস্কার হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.