লোহাগড়ায় ৭ ইউনিয়নে নৌকা আর ৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বে সরকারি ফলাফলে দেখা যাচ্ছে , এই উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭ টি'তে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবং ৫ টি'তে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নলদী ইউপিতে মো: আসাদুজ্জামান ( স্বতন্ত্র ) লাহুড়িয়ায় কামরান শিকদার ( স্বতন্ত্র ) শালনগর ইউপিতে মো: লাবু মিয়া ( নৌকা ) নোয়াগ্রাম ইউনিয়ন মুন্সী জোসেফ হোসেন ( নৌকা ) জয়পুর ইউপিতে মো: সাইফুল ইসলাম সুমন ( নৌকা ) কাশীপুর ইউপিতে মো: মতিয়ার রহমান ( নৌকা ) লক্ষ্মীপাশা ইউপিতে নুর মোহাম্মদ ( স্বতন্ত্র ) মল্লিকপুর ইউপিতে সাহিদুর রহমান শহিদ ( স্বতন্ত্র ) দিঘলিয়া ইউনিয়নে সৈয়দ বোরহান উদ্দিন ( স্বতন্ত্র ) কোটাকোল ইউপিতে হাচান মোল্লা ( নৌকা ) লোহাগড়া ইউপিতে নাজমিন খন্দকার ( নৌকা ) ইতনায় শেখ সিহানুক রহমান ( নৌকা )
লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.