লোহাগড়া ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত
হাসপাতাল সূত্রে জানাগেছে, গতকাল নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হন। সোমবার সকালে পৃথক ঘটনায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
ইউনিয়নের নালিয়া বাজারে নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের সমর্থকদের বিজয়ী পাখির সমর্থকরা হামলা চালায় এতে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে (অব:) পুলিশ সদস্য মিজানুর রহমান( ৫৮), মোর্শেদ আলম খান (৪৮), সোহান খান (১৮), আন্তর খান (১৫), অপর ঘটনায় আরিফ (২৫) ও আব্দুল্লা (৩০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হওয়ার পর আজ সকালে আমার সমর্থকদের উপর ইউনিয়নের বিভিন্নস্থানে হামলা চালিয়ে আহত করেছে। কয়েক জনের বাড়িতে খুঁজতে লোক পাঠিয়েছে বলেও অভিযোগ রয়েছে।নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি অভিযোগ অস্বিকার করে বলেন, মেম্বর(ইউপি) সদস্যর সমর্থকরা এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। ইউপি সদস্যদের নিয়ে আমরা সন্ধ্যায় পুলিশ ফাঁড়িতে বসব সমাধানের জন্য।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, স্থানীয় সামাজিক দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.