চুকনগর মাগুরাঘোনায় নব নির্বাচিত ইউপি সদস্যের নেতৃত্বে সরকারী গাছ কাটার অভিযোগ
স্থানীয় মাগুরাঘোনা ক্যাম্পের এ এস আই মাসুদ বলেন আমি প্রথমে সরকারী গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। খোঁজ নিলে জানতে পারি বাদুড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মোঃ মাহাবুুর রহমান সরকারী পাকা রাস্তার সাথে লাগানো গাছটি এক কাঠ ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছে।
তাৎক্ষনিক ভাবে ইউ এনও স্যারকে বিষয়টি জানাই। এরমধ্যেই মশিয়ার মেম্বর গাছ বিক্রেতার ছেলের ফোনে আমাকে বলে আপনি ওখানে এসেছেন কেনো আমিই গাছ কাটার অনুমতি দিয়েছি আমার এলাকায় আসবেন তা আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন।পরবর্তীতে আমি ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক তাদের নাম ঠিকানা জানতে চাইলে দিবে না বলেও জানান। এর কিছুক্ষনের মধ্যে সাংবাদিকরা উপস্থিত হন। সেটা দেখে মাহবুর রহমানের পুত্র মেহেদী (২০) তেলে বেগুনে জ¦লে উঠে এমনকি পুলিশ সহ সকলের সাথে খারাপ ব্যাবহার করতে থাকে ।
এবিষয় নিয়ে কথা বললে নব নির্বাচিত ইউপি সদস্য মশিয়ার বলেন গাছ কাটার বিষয়টি আমি গতকাল থেকে জানি,তবে আমি পুলিশকে বলেছি যদি সরকারী জায়গার গাছ হয়ে থাকে তাহলে আইনগত যে ব্যাবস্থা আছে সে ব্যাবস্থা নিবেন অসুবিধা নেই।
এ ব্যাপারে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন আমরা কাটা গাছ জব্দ করেছি । জড়িত সকলের নাম ঠিকানা নিয়েছি আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো
No comments
please do not enter any spam link in the comment box.