অভয়নগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে জামাই-শাশুড়ি
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন প্রেমবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে সুরোভী ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই জামাই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‘ঘোড়া’ প্রতীক নিয়ে এস এম সিরাজুল ইসলাম মান্নু।
একই পরিবারের দুইজন প্রার্থীকে নিয়ে ইউনিয়নব্যাপী চলছে আলোচনা-সমালোচনার ঝড়। প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের বায়েজিদ হোসেন বলেন, আমি ইউনিয়নের একজন ভোটার। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির দুই প্রার্থী সুরোভী ইসলাম ও তাঁর জামাই এস এম সিরাজুল ইসলাম মান্নু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ‘ঘোড়া’ প্রতীকের এস এম সিরাজুল ইসলাম মান্নু মুঠোফোনে জানান, আমি প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালিন ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি।
জনগণের দাবিতে পুনরায় চেয়ারম্যান হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। সুরোভী ইসলাম আমার চাচী শাশুড়ি হলেও নির্বাচনের মাঠে কোন আত্মীয়ের সম্পর্ক থাকে না।
জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী ‘মোটরসাইকেল’ প্রতীকের সুরোভী ইসলাম জানান, আমি স্থানীয় বিএনপি সমর্থীত মৌন মনোনীত প্রার্থী। বিএনপির নেতা-কর্মীরা আমার জন্য কাজ করছেন।
আমার জামাই একই পদে নির্বাচন করলেও আমার জন্য কোন সমস্যা হচ্ছে না। আমি জয়ী হলে নারী-পুরুষের সমতায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠা করব।
তিনি আরো বলেন, আমি প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জয়ের শতভাগ আশাবাদি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, উপজেলার ৮টি ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রেমবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন নারীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
No comments
please do not enter any spam link in the comment box.