এক ফসলী কৃষি জমিকে দ্বো-ফসলীতে উন্নীত করতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ
এই বোরো মৌসুমে লিডার্স সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা উপজেলায় মোট ৪৬৩ জন কৃষককে ৪,৬৩০ কেজি লবন ও খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণ করা হচ্ছে।
উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন,“ধান বিতরণের পরে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও লিডার্স এর কর্মকর্তাদের মনিটরিং করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ইচ্ছা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য উপকূলীয় এলাকায় লবন সহনশীল ধান বীজ আরও বেশি বিতরণ করা প্রয়োজন।
No comments
please do not enter any spam link in the comment box.