খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
কর্মসূচীর মধ্যে ছিল,আজ বৃহস্পতিবার সুর্য উদয়ের সাথে সাথে উপজেলাধীন সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,কপিলমুনি স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ শীর্ষক আলোচনা সভা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ ইত্যাদি।সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা অবমুক্তি, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অ্যাড.সম বাবর আলী, শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা নিতীশ চন্দ্র গোলদার, ওসি জিয়াউর রহমান।এর পর পাইকগাছা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। এসময় আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।এদিকে মুক্তিযুদ্ধের রনাঙ্গন কপিলমুনিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সম্মিলিত বিজয় উদযাপন পরিষদ, কপিলমুনি মুক্তিযোদ্ধা সংসদ, কপিলমুনি ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কপিলমুনি প্রেসক্লাব, কপিলমুনি সিটি প্রেসক্লাব, কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, হরিঢালী-কপিলমুনি মহিলা ডিগ্রি কলেজ, জাফর আউলিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি পুলিশ ফাঁড়ি, হরিঢালী পুলিশ ফাঁড়ি, বিনোদগঞ্জ বণিক সমিতি, কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নানা সামাজিক রাজনৈতিক সংগঠন বিজয় দিবস উপলক্ষে কপিলমুনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় কপিলমুনিতে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয় ৷এর পর কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২ নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, পাইকগাছা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিপ কান্তি মন্ডল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এর প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় সদস্য ও কপিলমুনি প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক জি,এম আব্দুর রাজ্জাক রাজু।আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়ল, প্রভাষক মোঃ কামাল হোসেন, ইউ.পি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, বীরমুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন, রাসেল জোয়ার্দ্দারসহ সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
No comments
please do not enter any spam link in the comment box.