ডুমুরিয়ার ১৪ টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের শপথ অনুষ্ঠিত
একই দিনে উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আব্দুল ওয়াদুদ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান । উল্লেখ্য গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয় । নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২ জন , আওয়ামী লীগ বিদ্রোহী ৮ জন এবং স্বতন্ত্র বিএনপি'র ৪ জন প্রার্থী চেয়াম্যান নির্বাচিত হয় ।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১ নং ধামালিয়া ইউনিয়নে মোঃ জহুরুল হক , ২ নং রঘুনাথপুর ইউনিয়নে মনোজিত বালা , ৩ নং রুদাঘরা ইউনিয়নে গাজী তৌহিদ আহমেদ , ৪ নং খর্ণিয়া ইউনিয়নে শেখ দিদারুল ইসলাম দিদার , ৫ নং আটলিয়া ইউনিয়নে শেখ হেলাল উদ্দিন , ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে শেখ রফিকুল ইসলাম হেলাল , ৭ নং শোভনা ইউনিয়নে সুরঞ্জিত কুমার বৈদ্য , ৮ নং শরাফপুর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম রবি , ৯ নং সাহস ইউনিয়নে মাহাবুব রহমান মোল্যা , ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নে গোপাল চন্দ্র দে , ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নে গাজী হুমায়ুন কবির বুলু , ১২ নং রংপুর ইউনিয়নে অধ্যক্ষ শমরেশ মন্ডল , ১৩ নং গুটুদিয়া ইউনিয়নে তুহিনুল ইসলাম তুহিন ও ১৪ নং মাগুরখালী ইউনিয়নে বিমল কৃষ্ণ সানা।
No comments
please do not enter any spam link in the comment box.