Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আ'লীগ সরকার ৬৫০ টি মডেল মসজিদ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে- এমপি সালাম মূর্শেদী

    এস.এম.শামীম  দিঘলিয়া// খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আজ (১৩ ডিসেম্বর সোমবার)  তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন। দিঘলিয়া উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণ করতে জমির দলিল হস্তান্তর করেন। এ সময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে যদি মাথায় সিঁদুর পরিয়ে দেশকে হিন্দুত্ববাদ করতে চায় তাহলে তিনি কেন দেশের প্রতিটি উপজেলায় ৬৫০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন।


    সালাম মূর্শেদী আরো বলেন, বিএনপি মুখে ধর্মের কথা বলে জঙ্গীদের মদদ দিচ্ছে, তারা ক্ষমতায় থাকাকালে বায়তুল মোকাররম মসজিদ রং করা ছাড়া কিছু করেননি। দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন তৈরি করেছিলেন, টঙ্গীর বিশ্ব ইসতেমা ময়দানের সম্পত্তি বঙ্গবন্ধু পরিবারের দান করা। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দিঘলিয়া উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেজন্য আ'লীগ সরকার কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপি জামায়াত উল্টাপাল্টা বকাবকি করছে। কৃষি ব্যবস্থার আধুনিকতায় ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার। বেশ কয়েকটি মেগা প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। ভৈরব নদীর উপর সেতু নির্মানাধীন রয়েছে। দিঘলিয়ার আতাই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ লোহা দিয়ে ৪৫০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হবে। গৃহহীন মানুষদের জমি সহ ঘর উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ক্ষমতাসীন আ'লীগ সরকার।


    দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী দিঘলিয়া মোড়ল মার্কেট থেকে নদী অভিমুখে সড়কে ঢালাই রাস্তা ও পাকা ড্রেন এর উদ্ভোধন করেন। এরপর ক্যাবল খেয়াঘাট এলাকায় পিচ রাস্তা উদ্বোধন করেন। সাংসদ বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা ভবন উদ্ভোধন করেন, দিঘলিয়ার মমিনপুরে মিনি স্টেডিয়াম নির্মাণ করতে মাঠ পরিদর্শন করেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করেন।


    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা আ'লীগ সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুর রহমান ঠান্ডু, উপজেলা যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, আল আমিন প্রমুখ। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad