Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়ায় ব্র্যাকের সেল্প কর্মসুচীর উদ্যোগে সাংবাদিক ও ইয়ুথদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত

    সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা ব্র্যাকের উদ্যেগে যৌন ও প্রজনন স্বাস্হ্য এবং অধিকার বিষয়ে সাংবাদিক ও ইয়ুথদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


    আজ বুধবার(২২ডিসেম্বর) সকালে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি সেল্প'র রাইট হিয়ার রাইট নাউ পার্ট- ২ প্রকল্পের আওতায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে উপস্হিত ছিলেন রাইট হেয়ার রাইট নাও পার্ট প্রকল্পের এরিয়া কো- অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান,ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচীর সমন্বয়ক সুজন দাস। প্রোগ্রামটি সার্বিক পরিচালনা করেন রাইট হেয়ার রাইট নাও-২ ফেজ- প্রকল্পের ডিস্ট্রিক্ট ইনচার্জ (ডিওয়াইএম)ডুমুরিয়া শাখার শিখা রাণী শীল।


    সংলাপে সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন এম,এ এরশাদ, সুজিত মল্লিক, এস,রফিক,, মাহাবুর রহমান আব্দুল লতিফ মোড়ল, উদয় চক্রবর্তি,সুমন ব্রক্ষ্ম জাহিদুর রহমান বিপ্লব,শেখ আব্দুস সালাম,শেখ সিরাজুল ইসলাম।এছাড়া ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।


    সংলাপে যৌন ও প্রজনন স্বাস্হ্য এবং অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনান্তে সমস্যা দুরীকরণে মিডিয়ার ভূমিকা,পরিবার,সমাজ ও রাস্ট্রীয় ভাবে পদক্ষেপ গ্রহন করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন আলোচকবৃন্দ। শেষে বিকেলে ইয়ুথদের সাথে আইন প্রয়োগকারিদের সাথে অনুরুপ আরোও একটি সংলাপ অনুষ্ঠিত হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad