লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে
নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, ভাংচুরেরও ঘটনা ঘটেছে।যার ফলে সাধারন ভোটারদের মধ্যে ভীতি কাজ করছে। প্রতিটি ইউনিয়নে নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থীরাও বেশ শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪১১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১১৬ কেন্দ্রে ১ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রেয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৯০৯ জন ও মহিলা ৮৫ হাজার ৭৮৮ জন। লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, আমাদের কাছে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা অভিযোগ করছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে আমরা জেলা প্রশাসন, উপজেলা জেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী যৌথভাবে কাজ করছি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান,শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন চলছে। পুলিশ সুপার ও ২জন অতিরিক্ত পুলিশ সুপার সার্বক্ষনিক বিষয়টি পর্যবেক্ষন করছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। থানার পুলিশের সাথে ডিবি পুলিশও কাজ করছে। উপজেলার ১২টি ইউনিয়নে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য আমরা কাজ করছি।
No comments
please do not enter any spam link in the comment box.