পুরুষ নির্যাতনের শিকার হয়ে দ্বারে দ্বারে ঘুরছে শিরোমণির আবু তাহের, থানায় অভিযোগ দায়ের
বিবরণে জানা যায়, গত ০৬/০২/২১ তারিখ উভয়ের পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী গ্রামের কবির মোল্লার কন্যা রাণী খাতুনের সাথে খুলনা নগরীর খানজাহান আলী থানার শিরোমণি গ্রামের বাসিন্দা মরহুম আইয়ুব আলীর পুত্র আবু তাহেরের বিবাহ হয়। বিবাহের কিছুদিন যেতে না যেতেই স্ত্রী আবু তাহের ও তার পরিবারের সদস্যদের কোন কিছু না জানিয়ে হঠাৎই পিত্রালয়ে চলে যায়। এভাবে সে প্রায়ই পিতার বাড়িতে যাওয়া-আসা করতে থাকে। পাশাপাশি তাহেরকে তার বৃদ্ধ মাতাসহ ভাই-বোনদের ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে গত ২০/১২/২০২১ তারিখ স্বামী আবু তাহেরের অনুপস্থিতিতে ঘরে থাকা ৯০ হাজার টাকা ও ব্যবহারিক স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে পিত্রালয়ে চলে যায়। স্বামী আবু তাহের তার স্ত্রী রাণী খাতুনকে পিতার বাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়। এঘটনা নিয়ে রাণী খাতুনের পিতা-মাতার সাথে যোগাযোগ করলে তারাও তাদের মেয়ের সমর্থনে কথা বলেন। রাণী খাতুনের পরিবার আবু তাহেরের কোন কথাই কোন গুরুত্ব দেয়না। বরং তার স্ত্রী রানী খাতুন নানাভাবে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। অসহায় স্বামী আবু তাহের উপায়ান্ত না পেয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় খান জাহান আলী থানায় লিখিত অভিযোগ করে। পাশাপাশি খুলনা জর্জ কোর্টের মাধ্যমে লিগাল নোটিশ রাণী খাতুনের কাছে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, স্ত্রী রানী খাতুন লিগ্যাল নোটিশ পাওয়ার পর থেকে স্বামী আবু তাহেরকে নানাভাবে হুমকি-ধমকি, হামলা-মামলার ভয়ভীতি প্রদর্শন করা অভ্যহত রেখেছে। আবু তাহের ন্যায় বিচারের ও স্ত্রীর ভিত্তিহীন অত্যাচার থেকে পরিত্রাণের জন্য আইন প্রয়োগকারী সকল মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.