বাদুড়িয়া কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি
সরদার বাদশা, নিজস্ব প্রতিনিধি//খুলনার ডুমুরিয়া উপজেলায় মাগুরাঘোনা ইউনিয়নে বাদুড়িয়ায় কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি হয়েছে। চুরির ঘটনাটি নিশ্চিত করেন বাদুড়িয়া কমিউনিটি হেল্থ ক্লিনিকের পরিচালক মোছাঃ ফতেমা বেগম ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক। এ সময় মোছা ফতেমা বোগম জানান গত (২৩ শে ডিসেম্বর) বৃহস্পতিবার যতা টাইমে ছুটির পরে ক্লিনিক বন্ধ করে যায়। শুক্র -শনি ২ দিন ছুটি ছিল। (২৬শে ডিসেম্বর) রবিবার ক্লিনিকে এসে দেখি প্রধান গেটের লোহার শিক কাটা এবং দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখতে পাই। অই পি এস এর ব্যাটারি ও ঔষধ পত্র চুরি হয়ে করে নিয়ে গেছে। তৎক্ষণাৎ আমি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক ও মাগুরাঘোনা বীট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বাহার কে জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক বলেন, আমি এসে বিষয়টা দেখেছি এবং উর্দ্ধতন কর্মকর্তাদের কে বিষয়টি জানিয়েছি।
মাগুরাঘোনা বীট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বাহার বলেন,ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং লোহার রড ও ভাঙ্গা তালা আলামত হিসেবে জব্দ করেছে মালামাল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ডুমুরিয়া থানায় একটা চুরির মামলার প্রস্তুতি চলছিলো।
No comments
please do not enter any spam link in the comment box.