নড়াইলের লোহাগড়ায় শতবর্ষের প্রাচীনতম মন্দিরের কমিটি গঠন
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত দুইশত বছরের (২০০) প্রাচীনতম নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্য-নিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মন্দির চত্বরে ডাঃ প্রবীর কুমার দে শ্যামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যন্জয়, রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সদস্য কমল বালা, ব্যবসায়ী শান্ত সাহা, গৌতম দেওয়ান, প্রফেসার বিমল কুন্ডু, বিকাশ বিশ্বাস প্রমুখ। পরে সবার মতামতের ভিত্তিতে লোহাগড়া উপজেলার বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রবীর কুমার দে শ্যাম কে সভাপতি ও অধ্যাপক দিপক কুমার সাহাকে সাধারণ সস্পাদক করে ৩১ বিশিষ্ট কার্য-নিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.