ইসলামী আন্দোলনের মহাসচিবের সাথে নগর নেতৃবৃন্দের মতবিনিময়
আজ মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে এক মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদৌস সুমন, সহ-অর্থ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি নেতৃবৃন্দকে বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সরকার ইসলামী আন্দোলনের প্রার্থী দের সাথে যে আচরণ করছে তা কখনোই কাম্য নয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে সর্বশক্তি দিয়ে এর মোকাবেলা করতে হবে, মানুষের ভোটাধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.