খুলনা সোসাইটি বিজয় সম্মাননা ২০২১ উৎযাপন
জহিরুল ইসলাম রাতুলঃ খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক'র সভাপতিত্বে ও খুলনা সোসাইটি বিজয় সম্মাননা ২০২১ উৎযাপিত হয়।এসময় কমিটির চেয়ারম্যান ইয়াফেস ইসিতিহাদ দীপের'পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক মো: শফিকুল আলম বিপ্লব। বিশেষ অতিথী ছিলেন সাবেক মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন ও এক্স রোটার্যাক্ট এসোশিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো: মোবারক হোসেন। বিজয় সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দিঘলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ এ্যাড মির্জা নুরুজ্জামান ও সিটি 'ল কলেজের অধ্যাপক এ্যাড শফিউল আলম সুজন।
এসময় আরো আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ম্যানেজার (এডমিন) ও লেবার কোর্টের প্যানেল জজ লায়ন মো: কামরুজ্জামান পলাশ, এনটিভির ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মেহেজাবিন খান, খুলনা মেডিকেল কলেজের রেজিষ্টার ডা: উপানন্দ রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সমাজ কল্যান সম্পাদক শিউলী বিশ্বাস, এনজিও কর্মকর্তা আরবিনা শিকদার, মানসুরা তুলি, নয়ন পাল, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.