লক্ষ্মীপুরে শাকচরে ভোট শেষে ফেরার পথে পুলিশ ও আনসার সদস্যের উপর হামলা
গতকাল রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। ফলাফল ঘোষণার পর ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে এই হামলা করা হয়।
আহতরা হলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই মো. হামিম, সদস্য মাহবুবুর রহমান, শামছুল ইসলাম, আনসার সদস্য শাহিনুর বেগম, আলেয়া বেগম, পিয়ারা বেগম ও রুমা আক্তারসহ ১০ জন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা জানিয়েছে, আব্বাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করে। ভোটে তিনি হেরে যান। ফলাফল শেষে ব্যালটবাক্সসহ সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে আব্বাছের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের ছোঁড়া ইটপাটকেলে পুলিশ ও আনসার সদস্যদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অন্ধকারে কে বা কারা অতর্কিত ইট পাটকেল ছুঁড়েছে। ঘটনাটি তদন্ত চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.