নড়াইলে ফেনসিডিল সহ মাদক কারবারি আটক
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মো. জুবায়ের হোসেন (৩২) নামে ওই ব্যক্তি কে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত জুবায়ের হোসেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন হাগড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন শেখ রাসেল ব্রিজের পূর্ব পাশে অবস্থান করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. ফাহাদ হোসেন,সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. বিপ্লব শেখ ও সঙ্গীয় ফোর্সসহ একটি দল, এসময় মো. জুবায়ের হোসেন মোটরসাইকেল যোগে শেখ রাসেল ব্রিজের পূর্বপাশে আসলে পুলিশ কর্মকর্তারা তার মোটরসাইকেল থামিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং মাদকদ্রব্য (ফেনসিডিল) বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করেন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক কারবারি জুবায়ের হোসেন কে আটকের পর তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.