Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়া খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    সরদার বাদশা,নিজস্ব  প্রতিনিধি// মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র। মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ,মহাসড়কে শৃঙ্খলা রক্ষা,চুরি,ডাকাতি,ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনতার লক্ষে বাস, ট্রাক,মাহেন্দ্র ও ইজিবাইক মালিক শ্রমিকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে খুলনার ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ।

    আজ বিকাল ৪ টায়  ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে মাদারীপুর,রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, সমাবেশে প্রধান অথিতি বলেন, সরকারি নির্দেশনা ও আইন মেনে সকলকে মহাসড়কে চলাচল করতে হবে।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন  হাইওয়ে যশোর সহকারি পুলিশ সুপার সার্কেল  আবুল হাশমি, নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান মহিদুল ইসলাম, মোক্তার হোসেন,সাংবাদিক সুমন ব্রাহ্মণ চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি,গাজী আব্দুল কুদ্দুস, গৌতমসহ আরো অনেকে  বক্তব্য রাখেন

    চুকনগর আঞ্চলিক বাস মালিক সমিতির আহবায়ক  আনোরুল ইসলাম, সদস্য' সচিব বিধান চন্দ্র তরফদার, নিতাই নন্দী, 

    ট্রাক মালিক ও শ্রমিক সমিতির গৌতম ঘোষ,টুটুল,

    মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি আলতাপ হোসন, তুহিন, মনিরুল,ইজিবাইক মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদকর্মীবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন খর্নিয়া হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ রায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad