খুলনাসহ সারাদেশে ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরী চলাচল বন্ধ ঘোষণা
খুলনার খবর// খুলনা বিভাগসহ সারাদেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরীর ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে খুলনা বিভাগীয় সভায় জানানো হয়, তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরীর চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা) খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরীতে বিনিয়োগ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।কিন্তু সে তুলনায় ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি করা হয়নি।
একে আরো বলা হয়, গত ৪ নভেম্বর তেলের মূৃল্য বৃদ্ধি পাওয়ার দুই দিন পরেই বাস ভাড়া বৃদ্ধি করা হলেও ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার ষ্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ট্যাংকলরী পরিবহন কার্যাদী সচল রাখা হয়েছে। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরীর প্রতি অবহেলা বা বিমাতাসূলভ আচরনে আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরীতে জ্বালানী পরিবহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারই প্রেক্ষিতে গতকালের সভার মাধ্যমে খুলনা বিভাগীয় কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে।
গতকাল দুপুরে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম মাহ্বুব আলম, জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেনসহ আরো অনেকে।
No comments
please do not enter any spam link in the comment box.